বিগত আটটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারেনি ব্রাজিল। ম্যাচের আগেই দুশ্চিন্তা পেয়ে বসেছে ক্রোয়েশিয়াকে। আজ রাত ২টায় এরিনা কোরিনথিয়াস স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে লড়বে তারা। এ ছাড়াও বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচেই এমন হেভি ওয়েট দলের বিপক্ষে ম্যাচ পড়ায়ও তাদের মনে কিছুটা ভয় কাজ করছে। তার পরও আশার বাণী শুনিয়েছেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার নিকিসা জেলাভিচ।
মঙ্গলবার তিনি বলেছেন, "এটা এমন একটা ম্যাচ যা অনেকটা স্বপ্নের মতো। ব্রাজিলে অনেক তারকা ফুটবলার আছে বলে আমরা ভীত নই। আমাদেরও বেশ মানসম্মত খেলোয়াড় রয়েছে। আমরা এবার মূল পর্বে খেলছি এটাই আনন্দের। আর সবচেয়ে বড় কথা, আমাদের কাছে আমাদের দেশের সমর্থকদের বড় কোনো চাওয়া নেই। তাই আমরা চাপহীন স্বাভাবিক খেলা উপহার দিতে পারবো।"
তবে, ব্রাজিলকে রুখতে নিজেদের চৌকস খেলোয়াড়দেরই মোক্ষম পজিশনে রেখেছে ক্রোয়েশিয়া। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা লুকা মডরিক এবং ইউরোপা লিগে সেভিলার হয়ে খেলা ইভান রাকিতিককে রাখা হয়েছে মিড ফিল্ডে। তবে মডরিক ব্রাজিলকে হারাতে একক পারফরমেন্সের চেয়ে দলগত পারফরমেন্সের ওপর জোর দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বকাপের বাছাইপর্বে আমাদের দলীয় পারফরমেন্সের ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল। তবে, আমার ধারণা মূলপর্বে আমরা অনেক দূর যাবো। দ্বিতীয় রাউন্ডে ওঠাই আমাদের একমাত্র লক্ষ্য।"
তবে, বাছাইপর্বের খেলায় লাল কার্ড কার্ড দেখে ক্রোয়েশিয়ার পক্ষে আজ মাঠে নামতে পারছেন না বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার মারিও ম্যান্ডজুকিস। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষের শেষ প্রস্তুতি ম্যাচে গোড়ালির ইনজুরিতে আজ বাদ পড়েছেন ক্রোয়েশিয়ার বায়ার্ন মিউনিখের অপর তারকা ফুটবলার ম্যান্ডজুকিস। তার ইনজুরি নিয়ে বেশ চিন্তিত ক্রোয়েশিয়ান কোচ নিকো কোভাক। পাশাপাশি ফুটবল বোদ্ধারা মনে করছেন, প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাতে পারলে ব্রাজিলের চলমান আন্দোলন অনেকটাই দমে যাবে।
এ প্রসঙ্গে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড বলেন, "আমরা ব্রাজিলের ফুটবলাররা দেশের অবস্থা বুঝি। এটা এ জন্যই হয়েছে যে, ফুটবলই ব্রাজিলিয়ানদের শ্বাস-প্রশ্বাসে।"
সূত্র : ডন
COMMENTS