জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম বিভাগের প্রধান মি. হারভে ল্যাডসো (Mr.Herve Ladsous) বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নারীদের অংশগ্রহণ প্রয়োজন, এ ক্ষেত্রে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে।
গাজায় ইসরাইলি হামলা প্রসঙ্গে বলেন, এটি একটি জঘন্য ঘটনা, বিষয়টি জাতিসংঘের মহাসচিব নিজেই তদারকি করছেন। গাজায় সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক সমস্যা সমাধান আগে প্রয়োজন।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল, ইউনাইটেড নেশনস্ ডিপার্টমেন্ট অব পিসিকপিং অপারেশনস’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বিপসট পরিদর্শন করেন।
এসময় প্রতিনিধি দলের প্রধান বিপসট’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান পিএসসি’র সঙ্গে সাক্ষাত্ করেন এবং বিভিন্ন শান্তিরক্ষা বিষয়ের উপর মতবিনিময় করেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর কর্মকাণ্ড এবং বিপসট’র প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। পরে প্রতিনিধি দল বিপসট’র বিভিন্ন অভ্যন্তরীণ ও মাঠ পর্যায়ের প্রশিক্ষণ সহায়ক সুবিধাদি পরিদর্শন করেন। এছাড়াও পরিদর্শন দল উঁচুমানের জটিল তিনটি শান্তিরক্ষা অভিযান সংক্রান্ত মহড়া যথা—রোবাসট পেট্রোলিং (এপিসি দ্বারা পানি বাঁধা অতিক্রম), শান্তিরক্ষী বাহিনী কর্তৃক বিদ্রোহী দল দ্বারা আক্রান্ত জাতিসংঘ ডব্লিউএফপি সংস্থার মানবিক সাহায্য দ্রব্যসমূহের কনভয় উদ্ধার ও বিদ্রোহী দল দ্বারা জাতিসংঘের উদ্বাস্তু ক্যাম্পে বসবাসরত অ-সামরিক ব্যক্তিবর্গ আক্রান্ত পরবর্তীকালে শান্তিরক্ষী বাহিনী কর্তৃক উদ্ধার অভিযান মহড়া সমূহ প্রত্যক্ষ করেন।
বিপসট পরিদর্শন শেষে জাতিসংঘের অধীনে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশী শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হার্ভে ল্যাডসো।