১১৬ আরোহী নিয়ে আলজেরিয়ার বিমানটি আফ্রিকার নাইজার নদীতে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। খারাপ আবহাওয়ার মধ্যেই বিমানটি নদীতে বিধ্বস্ত হয়ে থাকতে পারে এমন ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিমানে থাকা ১১৬ যাত্রীর ভাগ্যে কি হয়েছে তা এখনো জানা যায়নি।
এর আগে এবার ১১০ যাত্রী ও ৬ বিমান ক্রুসহ মোট ১১৬ আরোহী নিয়ে বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকার দেশ বুরকিসা ফাসো থেকে উড্ডয়নের এক ঘন্টা পর আলজেরিয়ার বিমানটি নিখোঁজ হয়ে যায়। সে সময় বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে । জানা গেছে, বিমানটি আলজেরিয়ার রাজধানী ওয়াগদিগৌ যাচ্ছিল।
আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস এর বরাত দিয়ে রয়টার্স জানায়, এয়ার আলজেরির ফ্লাইট এএইচ ৫০১৭ ওয়াগাডউগু বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫০ মিনিট পর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এমডি-৮৩ উড়োজাহাজটির ১১৬ জন আরোহীর মধ্যে ১১০ জন যাত্রী ও ছয় জন ক্রু রয়েছেন। স্পেনের বেসরকারি বিমান পরিবহন সংস্থা সুইফটএয়ার এর কাছ থেকে ভাড়া করা হয়েছিল বিমানটি।
সুইফটএয়ারের ওয়েবসাইটে দেয়া এক বার্তায় বলা হয়, এয়ার আলজেরির বিমানটি বুরকিনা ফাসো থেকে যাত্রা শুরু করে স্থানীয় সময় রাত ১টা ১৭ মিনিটে। ভোর ৫টা ১০ মিনিটে বিমানটির আলজেরিয়ায় পৌঁছানোর কথা ছিল।