গাজীপুর থেকে অপহৃত শিশু খোশ মোহাম্মদ পলাশকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সমসপাড়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণে জড়িত থাকার অভিযোগে জাহিদুল ইসলাম ও তার সহযোগী এম এ ফিরোজকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, পলাশদের স্থায়ী বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ি থানার দাওতালা গ্রামে। তার বাবার নাম মিজানুর রহমান। বাবা-মার গার্মেন্টসে চাকরির সুবাদে তারা গাজীপুর কাশিমপুর এলাকার চক্রবর্তি গ্রামের জাফর আলীর বাড়িতে ভাড়া থাকতেন। পলাশ স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।জাহিদুল ইসলামও একই এলাকায় ভাড়া থাকতেন।
গাজীপুর অ্যান্টি কিডনাপিং স্কোয়াডের কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মমিন জানান, গত ৩০ জুন জাহিদুল ইসলাম চকলেটের লোভ দেখিয়ে পলাশকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে তিন লাখ টাকা মুক্তিপণ নির্ধারণ করে।বুধবার সকাল ৮টার দিকে টাকা লেনদেন করতে গিয়ে মূল অপহরণকারী জাহিদুল ইসলামের বাড়ি থেকে পলাশকে উদ্ধার করে গাজীপুর পুলিশ।