বিশিষ্ট সাংবাদিক এবং সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং গাজীপুর অনলাইনের প্রকাশক ও সম্পাদক এম. এ. কবির।
শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।
বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব, গাজীপুর জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক বার্তা জানানো হয়।
গত কিছুদিন ধরে তিনি রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বেবী মওদুদের জন্ম ১৯৪৮ সালের ২৩ জুন। বাবা বিচারপতি আবদল মওদুদ ও মা হেদায়েতুন নেসা। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
তিনি বিবিসি, বাসস, বিচিত্রা, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য লিখেও সুনাম অর্জন করেন বেবী মওদুদ।