গাজায় ইসরাইলদের হামলার প্রতিবাদে গাজীপুর জেলার ধর্মপ্রাণ মুসল্লীগণ সোচ্চার হয়ে উঠেছেন। সাড়া দেশের মতো শুক্রবার জুম্মার নামাজের সময় জেলার বিভিন্ন মসজিদে এ নিয়ে আলোচনা শেষে খুৎবা দেয়া হয়।
গাজায় নিহত মুসলমানদের আত্মার মাগফেরাত কামনা করে সেই সাথে ইসরাইলদের প্রতি ধিক্কার জানিয়ে বাদ জুম্মা প্রতিবাদ মিছিল বের করে। মুসল্লীদের মাঝে অনেকে ক্ষোভ প্রকাশ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। তারা মহান রাব্বুল আলামীনের খাস রহমতে মুসলমানদের বাঁচানো এবং মুসলমানদের হত্যাকারী ইহুদীদের উপর লানত নাজিলের দাবী জানান।
জুম্মার নামাজ শেষে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের মুসল্লীরা দলে দলে ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে চন্দ্রা ত্রি-মোড় এলাকায় এসে অবস্থান নেন। পরে তারা ইসরাইলদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সমাবেশ করে। সমাবেশকারীরা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী শান্তি প্রিয় নিরীহ মানুষদের উপর নির্বিচারে হামলা চালিয়ে তাদের কে হত্যা করছে।
বিশ্বের অধিকাংশ ক্ষমতাধর রাষ্ট্রগুলো কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছেনা এভাবে নিশ্চুপ থাকার সমালোচনা করা হয়। পরে চন্দ্রা রাজপথে দাড়িয়ে মুসল্লীরা বিশেষ মুনাজাত করে সমাবেশ শেষ করেন।