যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি আজ রাত সাড়ে ১০টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করবেন।
বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাপ্তাহিক বাংলাভূমি পত্রিকার উদ্যোগে আয়োজিত গাজীপুর শহরের প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে "গাজীপুর সিটি'র বর্জ্য ব্যবস্থপনা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে" তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। ফ্লাইট সিডিউলে সময় স্বল্পতার কারনে অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পারেননি।
সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রার আগে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
আগামী ২৬শে জুলাই পবিত্র ওমরাহ শেষে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং সকলের সাথে পবিত্র ঈদ-উল ফেতর উদযাপন করবেন।