গত ২৯ জুন রবিবার সকালে বনবিভাগের উপকারভোগী কৃষক সুলতান উদ্দিনের উডলট বাগানের ৩ হাজার আকাশী এবং ৪০টি ফলন্ত কাঁঠাল গাছসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ কেটে নিয়েছে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে কৃষক সুলতান উদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো পুলিশ প্রভাবশালীদের পক্ষ নিয়ে কৃষক সুলতান উদ্দিন ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।
পরে এ ঘটনায় বনবিভাগের সিমলাপাড়া বিট কর্মকর্তা দেওয়ান আলী ২ জুলাই বাদী হয়ে ফুলানিরছিট গ্রামের আতর আলী, লিটন, আব্দুস সাত্তার, শাহিনুর, বিল্লাল, উজ্জল, আতাউর, জালাল, সুমন, শাকিলসহ ২৫-৩০ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
কৃষক সুলতান উদ্দিন জানান, স্থানীয় বনবিভাগ ২০০৩ সালে থেকে সাড়ে সাত বিঘা জমি উপকারভোগী হিসেবে উডলট বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। ওই জমিতে ৩ হাজার আকাশী চারা ও ৪০টি ফলন্ত কাঁঠাল গাছের পরির্চযা করে আসছেন। অভিযুক্তরা প্রায়ই রোপণকৃত আকাশী গাছের চারা ক্ষয়ক্ষতিসহ গাছপালা কেটে নিয়ে যেত। এসবের প্রতিবাদ করলেই মারধর ও খুন-জখমের হুমকি দিত।
এ ব্যাপারে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, আমরা মামলা করেছি এবং সংশ্লিষ্ট থানাকে আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশকে অবহিত করেছি। বনের জায়গা কোনোভাবেই দখল হতে দিব না। খুব তাড়াতাড়ি আমরা বাগান নির্মাণ করব।