২০১০ বিশ্বকাপে একের পর এক ভবিষ্যদ্বাণী মিলিয়ে তাক লাগিয়ে দিয়েছিল পল দ্য অক্টোপাস৷ আর, ব্রাজিল বিশ্বকাপের নক্ষত্র হয়ে উঠতে চলেছে কচ্ছপ ক্যাবেকাও৷
ব্রাজিল-কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে তার বাজি ছিল ব্রাজিল৷ মিলেও গিয়েছিল সেই ভবিষ্যদ্বাণী৷ সেমিফাইনালের আগেও ব্রাজিলকেই এগিয়ে রাখল ক্যাবেকাও৷ তার ভবিষ্যদ্বাণী অনুসারে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠতে চলেছে নেইমার-হীন ব্রাজিল৷
প্রাইয়া দো ফোর্তের অ্যাকুয়ারিয়ামে এদিন ক্যাবেকাওকে ঘিরে ছিল উত্সাহী দর্শকদের ভিড়৷ ব্রাজিল ও জার্মানির পতাকার নিচে দু’টি সার্ডিন মাছ ঝুলিয়ে রাখা হয়৷ প্রথমে জার্মানির পতাকার সঙ্গে রাখা মাছটির দিকেই এগিয়ে যায় বিস্ময়-কাছিম৷ কিন্তু, তারপর সরে আসে ব্রাজিলের পতাকার দিকে৷ খেয়ে নেয় ব্রাজিলের পতাকার সঙ্গে রাখা সার্ডিন মাছ৷ হর্ষধ্বনিতে ফেটে পড়ে গোটা অ্যাকুয়েরিয়াম৷
কিন্তু, ক্যাবেকাওয়ের একেবারে বিপরীত ভবিষ্যদ্বাণী করেছে নেলি নামে হাতি৷ নেলির বাজি জার্মানি৷ ব্রাজিল ও জার্মানি, দু’দেশের ফ্ল্যাগ লাগানো দু’টি গোলপোস্ট ছিল তার সামনে৷ বলে লাথি মেরে ব্রাজিলের গোলে বল জড়িয়ে দেয় নেলি৷ বিস্ময়-কাছিম ও বিস্ময়-হাতির বিপরীত ভবিষ্যদ্বাণী৷ কার কথা মেলে, সেটাই দেখার৷