ব্রাজিল কোচ লুইজ ফিলিপ স্কলারি জানিয়েছেন, নেইমারকে ছাড়াই জার্মানির বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাজিল।
নেইমার নেই। থাকছেন না অধিনায়ক থিয়াগো সিলভাও। স্কলারির কপালে দুশ্চিন্তার ভাঁজ বেশ স্পষ্ট হয়ে উঠেছে তাই। তবুও বাকি খেলোয়াড়দের মানসিক শক্তি যোগাতে ব্রাজিল কোচ বলেন, যা ঘটে গেছে তা আমরা মেনে নিয়েছি এবং আপাতত অন্যান্য বিষয়ে স্থির করেছি নিজেদের মনোযোগ।
নেইমার নেই। থাকছেন না অধিনায়ক থিয়াগো সিলভাও। স্কলারির কপালে দুশ্চিন্তার ভাঁজ বেশ স্পষ্ট হয়ে উঠেছে তাই। তবুও বাকি খেলোয়াড়দের মানসিক শক্তি যোগাতে ব্রাজিল কোচ বলেন, যা ঘটে গেছে তা আমরা মেনে নিয়েছি এবং আপাতত অন্যান্য বিষয়ে স্থির করেছি নিজেদের মনোযোগ।
স্কলারি বিবিসিকে বলেন, নেইমার তার ভাগের কাজটুকু করে দিয়ে গেছে। এবার আমাদের পালা।
স্কলারি আরও বলেছেন, আমরা নেইমারের অনুপস্থিতি ঠিকই অনুভব করব। কিন্তু তারপরও আমাদের যে দল রয়েছে, তারা যে কোনও বিপত্তি কাটিয়ে ফাইনালে যাওয়ার যোগ্যতা রাখে।
তিনি বলেন, আজ আমরা শুধু নিজেদের জন্য কিংবা নিজেদের স্বপ্ন পূরণের জন্য খেলতে নামবো না, বরং নেইমার এবং সে আমাদের জন্য যা করেছে তার প্রতিদান দিতে খেলবো এই ম্যাচে। আর সেজন্য জার্মানির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলার পরিকল্পনা স্কলারির। দেশের মাটির বিশ্বকাপ ফাইনালে পৌঁছতে তিনি বদ্ধপরিকর!
জার্মানির বিপক্ষে সেই কাজটা সহজ হবে না। ৫ বার বিশ্বকাপ জেতা ব্রাজিল এখন বিশ্ব র্যাংকিংয়ের ৩ নম্বর দল। জার্মানি আছে ২ নম্বরে। বিশ্বকাপের সেমিফাইনালে এর আগে ব্রাজিল অংশ নিয়েছে ১০ বার। আর তিনবার বিশ্বকাপজয়ী জার্মানি সেমিফাইনাল খেলেছে ১২বার। জয়ের হিসাবে অবশ্য দুটি দলই সমান সমান- ৭ বার করে সেমিফাইনাল জয়ের স্বাদ পেয়েছে তারা। তবে এসব পরিসংখ্যান ছাপিয়ে ব্রাজিল কোচ স্কলারির অনুপ্রেরণা ২০০২ সালের জাপান বিশ্বকাপ।
সেই আসরেই জার্মানির সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল ব্রাজিলের। ফাইনালে ২-০ ব্যবধানে জার্মানিকে হারিয়েই পঞ্চমবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।