ব্রাজিল বিশ্বকাপ-২০১৪ এর প্রথম সেমিফাইনাল আজ মঙ্গলবার শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জার্মানি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে। এই ভেন্যুতে প্রথম খেলছে জার্মানি। আর ব্রাজিল ২০০২ বিশ্বকাপের পর নিজেদের মাঠে এখন পর্যন্ত অপরাজিত। নেইমার ছাড়াই ব্রাজিল অগ্নিপরীক্ষার সম্মুখীন।
২০০২ সালে জাপানের ইয়োকোহামায় জার্মানিকে হারিয়ে পঞ্চম ট্রফি জিতেছিল ব্রাজিল। ফাইনালে জোড়া গোল করে জার্মানির স্বপ্ন চুরমার করেছিলেন রোনালদো। এক যুগ আগের সেই সফল কোচ স্কলারি এবারো ব্রাজিলিয়ানদের স্বপ্নের সারথি। জার্মানির গোলপোস্টে অলিভার কান নেই; কিন্তু তার মতোই বিশ্বসেরার খেতাব নিয়ে তে-কাঠির নিচের দাঁড়াবেন ম্যানুয়েল ন্যুয়ার। ‘পেন্টা’ জেতানো স্কলারির স্মৃতিতে নিশ্চয়ই জ্বলজ্বল করে ভেসে উঠছে জার্মানবধের সেই স্মৃতি?
বিশ্বকাপে ওটাই ছিল ব্রাজিল-জার্মানির প্রথম দেখা। আজ দ্বিতীয়। সেটি ছিল ফাইনাল। আজ ফাইনালে ওঠার।