ডেস্ক : ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের বিশ্বকাপ মিশন শেষ। মেরুদন্ডের অস্থিসন্ধির চোটে এবারের বিশু¦কাপে আর কোনো খেলায় তাকে দেখা যাবে না। নেইমারের প্রতি শুভকামনা জানিয়েছেন লিওনেল মেসি, ম্যারাডোনা, মেসুত ওজিল, লুকাস পোডলস্কি, পাতোর মতো তারকারা।
মেসি তার ফেসবুকে পেজে নেইমারের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, তুমি তাড়া তাড়ি সেরে উঠো বন্ধু । ফেসবুক পোস্টের সঙ্গে আছে বার্সেলোনার জার্সি গায়ে নেইমারের সঙ্গে তোলা তাঁর একটি ছবি।
ভেনেজুয়েলার একটি টিভিকে ম্যারাডোনা বলেছেন, ‘এটা ভয়াবহ একটা ব্যাপার। কেবল ব্রাজিলের জন্যই নয়, গোটা ফুটবল দুনিয়ার জন্যই এটা উদ্বেগের বিষয়। বিশ্বকাপ হচ্ছে নেইমারের দেশের মাটিতে। গোটা দেশের অনেক প্রত্যাশা ছিল তাঁর ওপর।’
কিন্তু নেইমারের জন্য উদ্বেগই প্রকাশ করেছেন ওজিল। জার্মান তারকা টুইটারে লিখেছেন, ‘নেইমারের জন্য খুব খারাপ লাগছে। আশ করছি সে খুব দ্রুতই সেরে উঠবে।’
ব্রাজিলিয়ান তারকা পাতো লিখেছেন, আমরা সবাই তোমার সঙ্গে আছি।’ লিনেকার টুইট করেছেন, ‘নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া ব্রাজিলের জন্য বিরাট ধাক্কা।’
![]() |
ব্রাজিল কাঁদছে নেইমারের জন্য |
ব্রাজিলের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ। পর পর দুই ম্যাচে হলুদ কার্ড দেখে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে খেলতে পারবেন না দলের রক্ষণভাগের অন্যতম পুরোধা অধিনায়ক থিয়াগো সিলভা। আক্রমণভাগেও নেইমারের অনুপস্থিতি বেশ ভালোই ভোগাবে সেলেসাওদের। বিশ্বকাপে নেইমার খেলেছেন পাঁচটি ম্যাচে, গোল করেছেন চারটি।
ফ্রেড-জো-অস্কারদের নিষ্প্রভতার মধ্যে নেইমার প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছিলেন ব্রাজিলের আক্রমণভাগকে। তারকা এই ফুটবলারের অনুপস্থিতি যে স্বাগতিকদের বেশ বড় ধাক্কা দেবে সেটা সহজেই অনুমান করা যায়।