গবেষণালব্ধ জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগাতে গবেষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার মন্ত্রী গাজীপুরের সালনায় অবস্থিত কৃষির উচ্চ শিক্ষা ও গবেষণায় বিশেষায়িত বিশ্বমানের বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ব বিদ্যালয়ে দুদিনব্যাপী গবেষণা পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
নূরুল ইসলাম নাহিদ বলেন, দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণে কৃষি গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার সাফল্যই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।
তিনি বলেন, এই উন্নয়নকে আরো বেগবান করতে আরো অধিক গবেষণার প্রয়োজন। বিশেষ করে উচ্চশিক্ষার পর্যায়ে গবেষণার বিকল্প নাই।
একই সঙ্গে গবেষণালব্ধ জ্ঞান দেশের কল্যাণে সময়মতো কাজে লাগাতে গবেষকসহ সংশ্লিষ্টদের সচেষ্ট হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহ্বুবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অর্জিত সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন পরিচালক গবেষণা অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।
কর্মশালায় ৬টি টেকনিক্যাল সেশনে মোট ৬০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এসময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ, পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।