কালিয়াকৈরের সফিপুর-বড়ইবাড়ি বোর্ডমিল এলাকা থেকে গুলি করে পোশাক কারখানার এক কোটি ৩৩ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার বিকাল ৪টার দিকে ফ্যাশন নীট কোম্পানীর ছিনতাই ঘটনা ঘটেছে।
ফ্যাশন নীট নামের ওই পোশাক কারখানার এ্যাসিস্টেন্ট এইচ আর রাসেল জানান, আশুলিয়ার জামগড়া এলাকা থেকে এ কোম্পানির আর একটি কারখানা থেকে শ্রমিকদের বেতনের ১কোটি ৩৩লক্ষ টাকা নিয়ে দুই জন কর্মকর্তা কারখানার নিজস্ব মাইক্রোবাসযোগে কালিয়াকৈর উপজেলার সফিপুর পাশা গেট এলাকায় অবস্থিত ফ্যাশন নীট কারখানায় আসছিল। পরে মাইক্রোবাসটি সফিপুর-বড়ইবাড়ী রোডের বোর্ড মিল এলাকায় পৌঁছালে তিনটি মোটর সাইকেল যোগে ছয়জন অস্ত্রধারী যুবক তাদের গতিরোধ করে। এসময় গুলি ছুরে টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, ছিনতাইকারীদের ধরতে এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে।