প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্বগ্রহণের পর সোমবার দুবাই থেকে দেশে ফিরেছেন আ হ ম মুস্তফা কামাল।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ ক্রিকেটের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে বিসিবিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা আমাদের প্লেয়ারদের নষ্ট করে দিচ্ছেন। এদেরকে ঢাকা শহরের সব জায়গায়, যেখানে সেখানে আমাদের প্লেয়ারদের দেখা যায়। এটা তো একসময় ছিল না। আমি তো মেলবোর্নে কোনো প্লেয়ারের ছবি পাই নাই, আমি তো মুম্বাইয়ে কোনো প্লেয়ারের ছবি পাই নাই, আমি লন্ডনে কোনো প্লেয়ারের ছবি পাই নাই।’
ব্যর্থ ক্রিকেটারদের ব্যাপারে তিনি বলেন, ‘এখানে শুটিং করতে সময় চলে যাবে, প্র্যাকটিস করবে কখন? কারও চাচা-ভাতিজা, আত্মীয়স্বজন, নানা-নাতি যদি এভাবে ক্রিকেটে ঢুকে পড়ে তাহলে জাতির সঙ্গে প্রতারণা হবে। জাতির প্রতি আমাদের অবিচার করা ঠিক হবে না। আপনাকে শক্ত হতে হবে। ডিসিপ্লিন আনতে হবে। ক্রিকেট একটা ডিসিপ্লিনের বিষয়। ডিসিপ্লিন না আনলে আমরা কখনোই এগুতে পারবো না।’
COMMENTS