ঈদে ‘ঢাকা ফাঁকা ঘুরবে সাইকেলের চাকা’- এ স্লোগানে সাইকেল র্যালি অনুষ্ঠিত হচ্ছে। ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। এটি আয়োজক ‘সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ’।
আয়োজক সংগঠনের আহ্বায়ক আরিফ আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, আজ বৃহস্পতিবার ঢাকার ফাঁকায় ঘুরবে সাইকেলের চাকা। ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে সকাল ১০টায় র্যালিটি শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ড. এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস।