মাঠ পর্যায়ে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকারের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসকরা। ১০ জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে সচিবালয়ে তথ্য, সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিবেশন শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন,তথ্য অধিকার আইন বাস্তবায়নে ডিসিরা মাঠ পর্যায়ে যেসব সমস্যার সম্মুখীন হন সেগুলো তুলে ধরে সমাধান চেয়েছেন। তথ্য অধিকার আইন কার্যকর, গতিশীল ও বাস্তবমুখী করতেও তারা সহযোগিতা চেয়েছেন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ২০ অক্টোবর তথ্য অধিকার অধ্যাদেশ পাস হয়। এরপর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে ২০০৯ সালে ২৯ মার্চ সংসদ তা অনুমোদন করে। আইন পাসের পর ওই বছর ১ জুলাই গঠন করা হয় তথ্য কমিশন।
ইনু জানান,সাংবিধানিক ধারা অব্যাহত রেখে ও গণতান্ত্রিক পরিবেশে’ জনপ্রশাসন কীভাবে জনগণের পাশে থেকে সরকারের নীতি বাস্তবায়ন করতে পারে সে বিষয়ে অধিবেশনে আলোচনা হয়েছে।
পত্রিকার ডিক্লারেশন বাতিলের ক্ষমতা ডিসিদের হাতে দেয়ার বিষয়ে একটি প্রস্তাব থাকলেও সম্মেলনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন,ডিসিরা প্রতিবারই তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু প্রস্তাব করেন, এবারও তারা প্রস্তাব করেছেন। এটা সেই আলোচনার জায়গা না। এখানে সেই আলোচনায় হয়নি।
এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনেও তিনি বলেছিলেন,এই মুহূর্তে আমরা প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট নিয়ে মাথা ঘামাচ্ছি না,কোনো আলোচনা করছি না।
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার সকালের অধিবেশনে উপস্থিত ছিলেন।