গাজীপুর জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীপুর পৌর মেয়র মো. আনিছুর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার পৃথক ৩টি মামলা দায়ের করেছে। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর মডেল থানায় এ মামলা তিনটি দায়ের করেন।
মামলায় অভিযুক্ত শ্রীপুর পৌর সভার মেয়র মো. আনিছুর রহমান, সাবেক সচিব বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভায় কর্মরত মাশরেকুল আলম ও সাবেক হিসাবরক্ষক বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত আবদুল মান্নানের বিরুদ্ধে ২০০২ হতে ২০০৪ সাল এবং ২০০৯ হতে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হোল্ডিং ট্যাক্স, ভ্যাট, পৌর কর এবং হাটবাজারের ট্যাক্সের প্রায় ৫২ লাখ ৩ হাজার ৩১২ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে ২০১০ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রশিদের মাধ্যমে আদায় করা পৌরকর ও ট্যাক্স বাবদ ৪৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা (নং-৩৯) দায়ের করা হয়েছে। এমামলায় শ্রীপুর পৌর সভার মেয়র আনিছুর রহমান এবং সাবেক হিসাব রক্ষক আবদুল মান্নানকে একটি মামলায় আসামি করা হয়েছে ।
এছাড়াও ২০০৯ সালে শ্রীপুর হাট বাজার, মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজার, মাওনা হাটবাজার, ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এবং মাস্টার বাড়ি বাজারের ইজারা মূল্যের ভ্যাট ও আয়কর বাবদ ইজারাদারের কাছ থেকে ৭ লাখ ৩৫ হাজার ২’শ টাকা আদায়ের পর আত্মসাত করা হয়েছে। পরে অডিট প্রতিবেদনে আত্নসাতের বিষয়টি উদঘাটিত হলে পৌর রেজুলেশনের মাধ্যমে তা পৌর তহবিলে জমা দেওয়া হয়। ওই ঘটনায় মেয়র আনিছুর রহমান,সাবেক হিসাব রক্ষক মো. আবদুল মান্নান এবং সাবেক সচিব মাশরেকুল আলমকে আসামি করে অপর একটি মামলা (নং-৩৮) দায়ের করা হয়েছে।
এদিকে ২০০২ সালের নভেম্বর থেকে ২০০৪ সাল পর্যন্ত শ্রীপুর পৌর সভার রশিদের মাধ্যমে আদায় করা ট্যাক্স ও করের ৯২ হজার ৯৭৫ টাকা পৌর সভার তহবিলে জমা না দিয়ে আত্মসাত করার অভিযোগে একই দিন আরো একটি মামলা (নং-৩৭) দায়ের করা হয়েছে। দায়ের করা এ মামলায় মেয়র মো. আনিছুর রহমানকে একক আসামি করা হয়েছে।
মামলাগুলোতে উলেল্গখ করা হয়, আদায় করা অর্থ যথাসময়ে পৌরসভার তহবিলে জমা না দিয়ে অভিযুক্তরা আত্মসাত্ করে। পরে আত্মসাতের বিষয়টি নিরীক্ষা প্রতিবেদনে প্রকাশিত হওয়ার দীর্ঘসময় পর নতুন রেজুলেশন করে পৌর তহবিলে জমা দেয়া হয়।
মামলা দায়েরের আগে গত সোমবার অনুষ্ঠিত দুদকের নিয়মিত সভায় আসামিদের বিরুদ্ধে ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শ্রীপুর মডেল থানায় মামলা দায়েরের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ব্যাপারে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, শ্রীপুরের পৌর মেয়র মো.আনিছুর রহমান, সাবেক হিসাব রক্ষক মো. আবদুল মান্নান এবং সাবেক সচিব মাশরেকুল আলমের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
শ্রীপুর মডেল থানার ওসি মোহসিনুল কাদির মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে মামলাগুলো দুর্নীতি দমন আইনে রজ্জু করা হয়েছে। দায়েরকৃত এ তিনটি মামলা দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে।
মামলায় অভিযুক্ত সাবেক হিসাব রক্ষক আবদুল মান্নান টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ছয়ানি বকশিয়া গ্রামের মৃত আহফাজ উদ্দিনের ছেলে এবং সাবেক সচিব মাশরেকুল আলম মনিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের মৃত রমজান আলীর ছেলে।