ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই দলে দলে মানুষ রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়।
সকাল সাড়ে ৮টায় রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণী-পেশার নানা বয়সী মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন।
প্রতিবারের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে।
এর আগে সোমবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ঈদ উদযাপিত হয়।
এদিকে ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহ ঘিরে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ ময়দান ও এর আশপাশের সড়কগুলো সাজানো হয় নতুন সাজে।