সৌদি আরবে রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। এ কারণে সোমবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরব ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম এমিরেটসটোয়েন্টিফোর এ খবর নিশ্চিত করেছে।
ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ শহীদুল ইসলাম।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সোমবার ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়া ‘খানকায়ে সুরেশ্বরী’, শরীয়তপুরের সুরেশ্বর দরবার, চাঁদপুরের ৪০ গ্রাম, চট্টগ্রামের মির্জাখিল দরবার, ফেনীর দরবারে আমানিয়া, ময়মনসিংহ শম্ভুগঞ্জের দরবারে ওয়াইসিয়ার ভক্ত-মুরিদরাও ঈদুল ফিতর উদযাপন করবেন।
আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ শাহ নূরে আখতার হোসাইন আহমদীনূরী বাংলাদেশে একদিন বা দুই দিন পর ঈদ উদযাপন প্রসঙ্গে বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যাবধান মাত্র তিন ঘন্টা। সুতরাং তিন ঘন্টা আগে-পরে ঈদের নামাজ আদায়ই যুক্তিযুক্ত। এক-দুই দিন পরে ঈদ উদযাপন অযৌক্তিক।