বাজারে আসতে চলেছে আইফোন ৬। আর আইফোন ৬ কে টেক্কা দেয়ার প্রস্তুতি নিচ্ছে কোরিয়ান মোবাইল কোম্পানি স্যামসাং।
আইফোনকে টেক্কা দিতে মেটালিক বডিওয়ালা স্যামসাং আলফা বাজারে আনতে চলেছে কোম্পানিটি। যদিও এর আগে স্যামসাং এই ফোনকে গ্যালাক্সি এস৫ প্রাইম নাম দিয়ে বাজারে নিয়ে এসেছিল।
অ্যাপেলের আইফোন বাজারে ছাড়বে সেপ্টেম্বরের দিকে। আর স্যামসাং তাদের এই নতুন ফোন ছাড়বে আগস্ট মাসেই। আইফোনের ১ মাস আগেই স্যামসাং এই ফোন বাজারে আনার সঙ্গে সঙ্গেই তাদের পুরোনো যুদ্ধকে আবারও উসকে দেবে সেকথা বলার অপেক্ষা রাখেনা।
অ্যাপেলের ৬ ইঞ্চি মাপের স্ক্রিনওয়ালা নতুন ফোনে প্রচুর নতুন ফিচার্সও সংযোগ করা হয়েছে। যদিও ২ কোম্পানির ঠান্ডা প্রতিযোগীতায় মোবাইল গ্রাহকরাই বেশি সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।