টঙ্গীতে একটি পোশাক কারখানায় মুজুরি ও ঈদ বোনস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর হয়েছে। এ সময় কারখানার ক্যামিকেলের গোডাউনে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয় ।
বিক্ষুদ্ধ শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের টঙ্গীর পাগাড় এলাকার নোমান গ্রুপের প্রতিষ্ঠান যাবের এন্ড যোবায়ের ফেব্রিকস কারখানার শ্রমিকরা তাদের দাবি আদায় করতে সকাল থেকে কর্মবিরতি করে গেইটে বিক্ষোভ করতে থাকে।
এক পর্যায়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে কারখানার অফিস ও কারখানার সামনে থাকা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে এবং কারখানার ক্যামিকেল গোডাউনে আগুন লাগিয়ে দেয়। টঙ্গী ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে গিলে আগুন নেভায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকতে।
শ্রমিক -পুলিশের সংঘর্ষ, লাঠিপেটা ও টিয়ারসেলের আঘাতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ টিয়ার সেল মেরে শ্রমিকদের সরিয়ে দিলে দুপুর ১১ টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কারখানাটি শুক্রবারের মত ছুটি ঘোষণা দেয় কর্তৃপক্ষ ।