গাজীপুর মহানগরীতে গ্যাসের অবৈধ সংযোগ চলছেই। প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিয়েও এ অবৈধ সংযোগ রোধ করতে পারছেন না।
গাজীপুরের জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল সম্মেলন কক্ষে গত ২৯ মে অবৈধ ভাবে স্থাপিত গ্যাসের পাইপ লাইন বিচ্ছিন্ন করণের সিদ্ধান্ত হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নতুন করে অবৈধ ভাবে স্থাপিত লাইনের নজরদারি পাইপ লাইন বিচ্ছিন্ন করার আহবান জানানো হয়।
গুরুত্বপূর্ণ এ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে না। অবৈধ গ্যাস সংযোগে নিন্ম মানের পাইপ ব্যবহার করায় ইতোমধ্যেই জেলায় একাধিক দূর্ঘটনা ঘটেছে। তার পরও থেমে নেই অবৈধ সংযোগ। গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে অবৈধ ভাবে গ্যাসের সংযোগ ও নতুন করে পাইপলাইন বসিয়ে সংযোগ নেয়া অব্যাহত রয়েছে। গাজীপুর মহানগরীর যোগীতলা এলাকায় অবৈধ ভাবে দুই ইঞ্চি ব্যাসের প্রায় দুই হাজার ফুট পাইপ লাইন স্থাপন করে গ্যাসের অবৈধ সংযোগ দেয়ার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় গ্রামের কিছু সংখ্যক লোক রাস্তার মাথায় পাহাড়ার ব্যবস্থা করেছে। বাইরের কোন লোক যেন এলাকায় প্রবেশ করতে না পারে। কৌশলে মোটর সাইকেল যোগে গ্রামের প্রবেশের কিছু দুরেই দেখা যায় কয়েক হাজার ফুট দুই ইঞ্চি ব্যাসের পাইপ স্তুুপ করে রাখা আছে। রাতে কোন এক সময় রাস্তা কেটে এগুলো মাটির নীচে স্থাপন করা হবে।
এ ছাড়া আবাসিক সংযোগের জন্য নিজ নিজ বাড়ি তেকে থ্রি-ফোর এবং এক ইঞ্চি ব্যাসের পাইপ রাস্তা পর্যন্ত স্থাপন করা হয়েছে।
এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম জানান, অবৈধ গ্যাস সংযোগের খবর পাওয়া মাত্রই এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এ ব্যাপারে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, অবৈধ লাইন স্থাপনের সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আমাদের টিম এলাকা ঘুরে দেখে এসেছে এবং সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে জয়দেবপুর থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। পুলিশের সহযোগীতা নিয়ে শিঘ্রই ওই সমস্ত পাইপ লাইন বিচ্ছিন্নসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।