গাজীপুর মহানগরীর চতর, ভাগলবাড়ি ও চান্দনা গ্রামে বৃহস্পতিবার সকালে কয়েক কিলোমিটার এলাকার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরেফীন রেজওয়ানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের গাজীপুর কার্যালয়ের উপ-ব্যবস্থাপক শাহাবুদ্দিন আহমেদ, মোঃ সাব্বির হোসেন, সাফিউদ্দিন আহমেদ, প্রকৌশলী মুকসুদুর রহমান প্রমুখ। ম্যাজিস্ট্রেট কাজী আরেফীন রেজওয়ান জানান, সরবরাহ লাইন থেকে যারা অবৈধভাবে ওই গ্যাস সংযোগ নিয়েছে, কেবল তাদের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
ওই সব এলাকায় অবৈধভাবে সংযোগ দেয়া ২ ইঞ্চি ব্যাসের ৫০ ফুট পাইপ তুলে ফেলা হয়েছে। এতে প্রায় এক হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। গ্যাস লাইন বিচ্ছিন্নকরণ ও আদালত পরিচালনার খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। ফলে কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নকরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে তা চলবে।
তিতাসের গাজীপুর কার্যালয়ের উপ-ব্যবস্থাপক বিএম তোরাব হোসেন জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিতাস গ্যাসের অবৈধ সংযোগ তথা চুলা বৈধকরণের নির্ধারিত সময়ের পরও যারা গ্যাস সংযোগ নিয়েছে, (বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী) তাদের লাইন বিচ্ছিন্ন করতেই এ অভিযান অব্যাহতভাবে চলবে।