মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেল অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ সোলেমান মোল্লা (২২) নামের এক যুবককে আটক করেছে।
আজ সকালে গাজীপুর সদর উপজেলার নলুয়াপাড়া এলাকার কথা রেস্টুরেন্ট এন্ড সুইটমিট নামে একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সোলেমানের বাবার নাম মিন্টু মোল্লা। গাজীপুরের নলুয়াপাড়া গ্রামে তাদের বাড়ি। আজ সন্ধ্যায় তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেলের একটি টিম শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার নলুয়াপাড়া এলাকা থেকে সোলেমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেলের পরিদর্শক মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।