বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের লড়াইয়ে ব্রাজিলকে একেবারে তুলোধুনো করে দিলো জার্মানি। এ যেন ভিন্ন ব্রাজিল, যেটা প্রত্যাশাই করেননি দর্শক ও সমর্থকরা। খেলার দ্বিতীয়াধের্র ৭৯ মিনিটে ৭ম ও ৬৯ মিনিটের মাথায় জার্মানির পক্ষে ৬ষ্ঠ গোলটি করেন এন্ড্রে স্কারলে। আর এর মাধ্যমে বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা করে নেয় জার্মানি।
ব্রাজিলের সেমিফাইনালে বিদায় হতাশা ও কান্নায় ভাসালো কোটি দর্শকদের। জয়-পরাজয় থাকবেই খেলায়। এমনটি যেন হবার কথা ছিলো না। সেমিফাইনালে গোলরেকর্ড করে ব্রাজিলকে হারালো জার্মান।
খেলার প্রথমাধের্র ৪৫ মিনিটে জার্মানির ফুটবলারদের আক্রমণাত্মক পায়ের কারসাজি একে একে ৫ গোল ঢুকিয়ে দেয় ব্রাজিলের গোলপোস্টে।
খেলার প্রথম ২৯ মিনিটের মাথায় ৫ গোল করে যেন নিজেদের শক্তি ফুটবল বিশ্বকে নতুন করে জানান দিল জার্মানি। খেলার এগার মিনিটের মাথায় প্রথম গোলটি করেন জার্মানির টমাস মুলার। একা দুই গোল করেন টনি ক্রস।
এরপর ২৩ মিনিটে মিরাসাভ ক্লোসা, ২৪ ও ২৬ মিনিটে টনি ক্রস ২ টি এবং ২৯ মিনিটে সামি কেদিরা গোল করে জার্মানিকে ৫-০ তে এগিয়ে নিয়ে যান।
অপরদিকে, ব্রাজিল কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। খেলার ৯০ মিনিটের মাথায় অস্কার দলের হয়ে জার্মানির বিপক্ষে ১ টি গোল করেন। বাংলাদেশ সময় রাত ২টায় বেলো হরিজোন্তে মিনেইরো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
আগামীকাল মাঠে নামবে মেসির আর্জেন্টিনা ও রোবেন ফন পাসির্র নেদারল্যান্ডস।
ব্রাজিল: জুলিও সিজার (গোলরক্ষক), ডেভিড লুইজ, ফার্নান্দিনিহো, মার্সেলো, হাল্ক, ফ্রেড, অস্কার, দান্তে, লুইজ গুস্তাভো, বার্নাড ও মাইকন।
জার্মানি: ন্যুয়ের (গোলরক্ষক), হাউদেস, হিউমেলস, খিদিরা, শোয়াইন্সটাইগার, ওজিল, ক্লোসা, মুলার, লাম, ক্রস ও বোয়াতেং।
ব্রাজিলের সেমিফাইনালে বিদায় হতাশা ও কান্নায় ভাসালো কোটি দর্শকদের। জয়-পরাজয় থাকবেই খেলায়। এমনটি যেন হবার কথা ছিলো না। সেমিফাইনালে গোলরেকর্ড করে ব্রাজিলকে হারালো জার্মান।
খেলার প্রথমাধের্র ৪৫ মিনিটে জার্মানির ফুটবলারদের আক্রমণাত্মক পায়ের কারসাজি একে একে ৫ গোল ঢুকিয়ে দেয় ব্রাজিলের গোলপোস্টে।
খেলার প্রথম ২৯ মিনিটের মাথায় ৫ গোল করে যেন নিজেদের শক্তি ফুটবল বিশ্বকে নতুন করে জানান দিল জার্মানি। খেলার এগার মিনিটের মাথায় প্রথম গোলটি করেন জার্মানির টমাস মুলার। একা দুই গোল করেন টনি ক্রস।
এরপর ২৩ মিনিটে মিরাসাভ ক্লোসা, ২৪ ও ২৬ মিনিটে টনি ক্রস ২ টি এবং ২৯ মিনিটে সামি কেদিরা গোল করে জার্মানিকে ৫-০ তে এগিয়ে নিয়ে যান।
অপরদিকে, ব্রাজিল কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। খেলার ৯০ মিনিটের মাথায় অস্কার দলের হয়ে জার্মানির বিপক্ষে ১ টি গোল করেন। বাংলাদেশ সময় রাত ২টায় বেলো হরিজোন্তে মিনেইরো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
আগামীকাল মাঠে নামবে মেসির আর্জেন্টিনা ও রোবেন ফন পাসির্র নেদারল্যান্ডস।
ব্রাজিল: জুলিও সিজার (গোলরক্ষক), ডেভিড লুইজ, ফার্নান্দিনিহো, মার্সেলো, হাল্ক, ফ্রেড, অস্কার, দান্তে, লুইজ গুস্তাভো, বার্নাড ও মাইকন।
জার্মানি: ন্যুয়ের (গোলরক্ষক), হাউদেস, হিউমেলস, খিদিরা, শোয়াইন্সটাইগার, ওজিল, ক্লোসা, মুলার, লাম, ক্রস ও বোয়াতেং।