বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো জার্মানি। জার্মানির পক্ষে একমাত্র গোল করেন ৫নং জার্সিধারী খেলোয়াড় ম্যাট হামেলস। দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় এ খেলা অনুষ্ঠিত হয়।
গোল পরিশোধের জন্য মরিয়া ফ্রান্সের আক্রমণ তীব্র হতে থাকলেও তারা গোলের দেখা পায়নি।
আর জার্মানিও গোলের ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে প্রতিনিয়ত। ফলে প্রথমার্ধে ১-০ তে এগিয়ে রয়েছে জার্মানরা।
৩৫মিনিটের মাথায় এই গোল শোধ করার দারুণ একটা সুযোগ ফ্রান্সও পেয়েছিল। কিন্তু ম্যাথু ভালবুয়েনার শট দারুণভাবে রুখে দিয়েছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
এর আগে ৮ মিনিটে ফ্রান্সের প্রধান স্ট্রাইকার করিম বেনজেমার একটি জোরালো শট চলে গেছে গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে।
খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত হিসেবে আরো ৪ মিনিটে বাড়তি সময় দেয়া হয়।
জার্মানি: ম্যানুয়েল ন্যুয়ার (গোলরক্ষক), হাউদেস, ম্যাট হামেলস, খিদিরা, বাস্তিয়ান শোয়েন্সটেইগার, মেসুত ওজিল, ক্লেসা, থমাস মুলার, ফিলিপ লাম, টনি ক্রুস ও বোয়েতাং।
ফ্রান্স: লরিস (গোলরক্ষক), দেবুচি, এভরা, ভেরানি, শাকো, ক্যাবায়ি, ভ্যালবুনিয়া, বেনজামা, গ্রিজম্যান, ম্যাতুইদি ও পগবা।