বাংলাদেশ বন গবেষণা ইন্সস্টিটিউট-এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম। প্রতিষ্ঠানে মুখ্য গবেষণা কর্মকর্তা ড. শাহীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মহসিন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান।
প্রতিষ্ঠানের পাবলিসিটি অফিসার এম জহিরুল আলমের সঞ্চালনায় বন ব্যবস্থাপনা ও বনজ সম্পদ উইং এর প্রযুক্তিগুলো উপস্থাপন করেন সিনিয়র রিসার্চ অফিসার সৈয়দা রায়হানা মেরী ও মুখ্য গবেষণা কর্মকর্তা ড. শাহীন আক্তার।
বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের ১৭টি গবেষণা বিভাগ কর্তৃক উদ্ভাবিত ৫৩টি প্রযুক্তি কর্মশালায় উপস্থাপনা করা হয়। প্রযুক্তি গুলোর মধ্যে কঞ্চি কলম পদ্ধতিতে বাঁশ চাষ, কাঠ ও বাঁশের আয়ুস্কাল বৃদ্ধি, রাবার কাঠকে টিম্বারে পরিণত করার প্রযুক্তি কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
কর্মশালায় বন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর, কৃষি গবেষণা, ইক্ষু গবেষণা ইনষ্টিটিউটের কর্মকর্তা ও শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন অংশ নেয়।