গাজীপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় মহানগরের ভাওয়াল রাজবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। একই সময় গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাত শেষে মোনাজাতে ইসরাইলের বর্বর হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে গাজার মুসলমানদের জান-মাল হেফাজতের লক্ষে বিশেষ দোয়া করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আ ক ম মোজাম্মেল হক তার নির্বাচনী এলাকা মহানগরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল মহানগরের ভাওয়াল রাজবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
নামায শেষে তারা শহরে জেলার ডিসি, এসপি ও দলীয় নেতাকর্মীসহ এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় পর্বে মিলিত হয়ে খোশগল্পে মেতে উঠেন।
নামায শেষে তারা শহরে জেলার ডিসি, এসপি ও দলীয় নেতাকর্মীসহ এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় পর্বে মিলিত হয়ে খোশগল্পে মেতে উঠেন।