গাজীপুর মহানগরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ‘আজকের বাংলাদেশ ও গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর শহরের অভিজাত চাইনিজ রেস্টুরেন্ট ‘ফুল স্টপ’ এ গাজীপুর প্রেস ক্লাব ওই অনুষ্ঠান আয়োজন করে।
গাজীপুর প্রেসক্লাব সভাপতি আলহাজ ফজলুল হক মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উপ-অধিনায়ক(ডেপুটি কমান্ডার) আলহাজ এস এম মুজিবুর রহমান।
চেতনা গাজীপুরের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহবুবুর রহমান খান শিপু, বিশিষ্ট চিকিৎসক নেতা ডা. মাজহারুল আলম মন্ডল, সাবেক কমিশনার কাজী মাহবুবুল হক গোলাপ, বিশিষ্ট অভিনেতা আশরাফ হোসেন টুলু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স, গাজীপুর নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল আহমেদ সরকার, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম রিপন আনসারী, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং গাজীপুর অনলাইনের প্রকাশক ও সম্পাদক এম. এ. কবির, বাংলাদেশ জাতীয় রক্ষা নিরোধ সমিতির(নাটাব) গাজীপুর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল হোসেন, গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম এ ফরিদ, গাজীপুর রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজহার, গাজীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখার সমন্বয়কারী মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন আজাদ, সাংবাদিক মোস্তফা কামাল, মোঃ জাকারিয়া ও মানবাধিকার কর্মী সাংবাদিক মানিক সরকার মাদব প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও পরে ইফতার অনুষ্ঠিত হয়।