অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বুঝতে পারছি না আলোচনা নিয়ে সবাই এত ব্যস্ত কেন? নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হিসেবে আমি আলোচনার উদ্যোগ নিয়েছিলাম। জানুয়ারি মাসে নির্বাচনে অংশ না নিয়ে তারা (বিএনপি) ভুল করেছে।
তিনি বলেন, বিএনপিকে টেলিফোন করেছিলাম। কিন্তু টেলিফোন করার পর কি হয়েছিল সবাই তা জানে। জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসেনি।
লন্ডনে বিবিসি বাংলার সাথে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা।
শেখ হাসিনা বলেন, নির্বাচনের পর যে সংসদ হয়েছে তাতে বিরোধী দল আছে এবং সেই বিরোধী দল সংসদে উপস্থিত থেকে সরকারের বিরোধিতা করে যাচ্ছে।'
যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামের নেতাদের রক্ষা করার জন্য বিএনপি নাশকতার পথ বেছে নিয়েছে। একমাত্র আওয়ামী লীগ সরকারের সাহস আছে যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার।
শেখ হাসিনা বলেন, কোনো রাজনৈতিক দল যদি পদক্ষেপ নিতে ভুল করে, তার দায়িত্ব কার। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।