ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলার ঘটনায় ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এর প্রতি বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।
কিন্তু ফিলিস্তিনে হামলার জন্যে ইসরাইলি নাগরিকরা সেনাবাহিনীকে নানাভাবে উৎসাহ যোগাচ্ছে।
গত বুধবার ইসরাইলি যুবতী নারীরা দেশটির সেনাবাহিনীকে হামলার জন্যে উৎসাহ যোগাতে একটি ফেইসবুক পেজে শতাধিক অর্ধ নগ্ন ছবি পোস্ট করেছে।
এ ছবিতে দেখা যাচ্ছে, নারীরা তাদের শরীরের বিভিন্ন অঙ্গে লিখেছে ‘আই লাভ আইডিএফ’। ওই ফেইসবুক পেইজে তৎক্ষণাৎ ১২ হাজারেরও বেশি লাইক পড়েছে।
গত ৮ জুলাই থেকে ফিলিস্তিনে এ নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এতে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা দাড়িয়েছে ৮৪৪ জন।
এদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। গতকাল শুক্রবার ইসরাইলি হামলায় ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।