কোয়ার্টার-ফাইনালে থেকে বিদায় নিলেও কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেসই পেলেন গোল্ডেন বুট।
ফাইনালে এক গোল পেলে টানা দ্বিতীয়বারের মতো পুরস্কারটি পেতে পারতেন জার্মানির টমাস মুলার। পারেননি তিনি, ৬ গোল করে সেরা গোলদাতার পুরস্কার পেলেন তাই কলম্বিয়ার প্লেমেকার রদ্রিগেস।
বিশ্বকাপে শীর্ষ গোলদাতার পুরস্কারে পোশাকি নাম অ্যাডিডাস গোল্ডেন বুট। দুই বা ততোধিক খেলোয়াড়ের গোল সমান হলে, সেরা গোলদাতা ঠিক করা হয় গোলে সর্বোচ্চ অবদানের ভিত্তিতে। সেটিও সমান হলে পুরস্কারটি পান অপেক্ষাকৃত কম সময় মাঠে থাকা খেলোয়াড়। এ নিয়মটি ২০০৬ সাল থেকে চালু রয়েছে। তার আগে একাধিক খেলোয়াড় পেয়েছেন এ পুরস্কার।