পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
বক্তব্য রাখেন সদর সার্কেলের এএসপি মোঃ মনোয়ার হোসেন, জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার, ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রশিদ খান শিপু, শওকত আলম, ব্যবসায়ী হাবিবুর রহমান ভুইয়া, ইসমাইল হোসেন প্রমুখ।
COMMENTS