ব্রাজিল সুপারস্টার নেইমার বলেছেন, বিশ্বকাপে গোল্ডেন বুট জয় করা নিয়ে মোটেই ভাবছেন না তিনি। বিশ্বকাপ ট্রফি জয় করাই তার একমাত্র লক্ষ্য।
গ্রুপ পর্বের তিন ম্যাচে চার গোল করে টুর্নামেন্টের অন্যতম তারকা খেলোয়াড়ে পরিণত হয়েছেন ২২ বছর বয়সী নেইমার। এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা কলম্বিয়ার জেমস রদ্রিগেজের চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন তিনি।
তবে নেইমার বলেছেন, টুর্নামেন্টে ব্যক্তিগত লক্ষ্য পূরণের কোনো ইচ্ছে তার নেই। টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে তিনি বলেন, “আমি সেরা খেলোয়াড় হতে চাই না, আমি সর্বোচ্চ গোলদাতা হতে চাই না। আমি যা চাই তা হলো বিশ্বকাপ।”
নেইমার আরো বলেন, “এটা এমন কিছু যা নিয়ে আমি সব সময় স্বপ্ন দেখি। এটা কিভাবে হবে সেটা কোনো বিষয় নয়, আমি কেবলমাত্র বিশ্বকাপ শিরোপা জয় করতে চাই। সবকিছু মিলিয়ে আমি ফুটবল খেলতে চাই এবং আমার দল ও সতীর্থদের সাহায্য করতে চাই। আমি আশা করছি শিরোপা জয়ের মাধ্যমেই আমাদের স্বপ্ন পূরণ হবে।”
“কেবলমাত্র গোল করা নয় ব্রাজিলের শিরোপা জয়ে সম্ভব সর্ব প্রকার সহযোগিতাও আমি করতে প্রস্তুত”- যোগ করেন তিনি।
কোয়ার্টার ফাইনালে পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে স্বাগতিক ব্রাজিলকে। দ্বিতীয় রাউন্ডে পেনাল্টি শটে চিলিকে হারিয়ে তারা শেষ আটে উঠতে সক্ষম হয়েছে। সেই ম্যাচ শেষে কোচ লুইস ফিলিপ স্কলারিকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা নেইমার বলেন, পুরো ম্যাচে কখনোই তিনি কোনো চাপ অনুভব করেননি।
তিনি বলেন, “আমার মধ্যে ধৈর্য ছিল। কোন ভয় আমি অনুভব করিনি। জয়ের অদম্য আগ্রহে ভয় চলে গেছে। খুবই ভাল একটা দলের বিপক্ষে আমরা খেলছি সেটা আমরা জানতাম। কিন্তু সেখানে কোনো ভয় ছিল না। এখন আমরা কোয়ার্টার ফাইনালেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।”
“আপনি যখন কোনো স্বপ্ন নিয়ে থাকবেন তখন আপনার ওপর কোনো চাপ থাকবে না। ছোটবেলা থেকেই আমি যা চেয়েছি আমি সেটাই করছি। আজ আমার স্বপ্ন সত্যি হতে চলছে। আমি একর পর এক ম্যাচ খেলছি যা আমি সবসময় চেয়ে আসছি”- আরো যোগ করেন তিনি।
বার্সেলোনা তারকা দলীয় কোচ স্কলারির প্রশংসা করে বলেন, দলের সকলে তাকে শ্রদ্ধা করে।
তিনি আরো বলেন, “তিনি খুবই গুরুত্বপূর্ণ। একজন কোচ হিসেবে খেলোয়াড়রা তাকে ভালবাসে। আমরা সকলে তাকে শ্রদ্ধা করি, তবে সেটা দুইভাবে। তিনি এমন ধরনের ব্যক্তি আপনি যদি তাকে শ্রদ্ধা করেন তবে তিনিও আপনাকে শ্রদ্ধা করবে। তাকে পাশে পেয়ে আমরা সকলেই খুব খুশি। তবে তারও একমাত্র প্রত্যাশা ব্রাজিলের বর্তমান দলটি দিয়ে বিশ্বকাপ জেতা।”
সূত্র: ওয়েবসাইট