কালিয়াকৈরে সরকারি জমির দখল নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলা সাতকুড়া এলাকায় সরকারি ৫৬ শতাংশ জমি নিয়ে স্থানীয় সোহরাব ও হেলাল সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুরে সোহরাব হোসেন ৩০-৩৫ জন লোক নিয়ে ওই জমিতে ঘর তোলার চেষ্টা করে। এ সময় হেলাল তার লোকজন নিয়ে বাধা দেয়। এ নিয়ে তারা কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে সোহরাব হোসেন, মাহবুব, সাত্তার, জলিল, নাজমুল, জসিম, গনি মিয়া, সানোয়ার, খোকন, সাহাদতকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পরে একদল সন্ত্রাসী হাসপাতালে অতর্কিত হামলা করে। এ সময় হেলাল উদ্দিনের ভাই আবুল হোসেন গুরুতর আহত হন।
কালিয়াকৈর থানার এএসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।