বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, পুলিশ গুণ্ডা বাহিনী ও বন্দুক দিয়ে আন্দোলন প্রতিহত করা যাবে না। বর্তমান সরকারের বিএনপির সার্টিফিকেট দরকার। সেজন্যই আওয়ামী লীগের প্রবীণ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে বর্তমান সরকারের প্রতি সমর্থন দিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। কারণ, বিএনপি ছাড়া এ সরকার অবৈধ। তাই আওয়ামী লীগ এখন সরকারের সমর্থন নিয়ে সংলাপের নামে বিএনপির সার্টিফিকেট নিতে চায়। কিন্তু বিএনপি আওয়ামী লীগের সব ধরনের কৌশল সম্পর্কে জেনে গেছে। কোনো কৌশলই আর কাজে লাগাতে পারবে না তারা। ঈদের পরই কঠোর আন্দোলনে নেমে তা বুঝিয়ে দেয়া হবে।
হান্নান শাহ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ জানুয়ারিতে কৌশলে বিএনপির বড় বড় নেতাকর্মীকে জেলহাজতে আটক করে প্রহসনের নির্বাচন সাজিয়ে ছিলেন। প্রধানমন্ত্রী নিজেও বলেন, বতর্মান সরকার জনগণের নির্বাচিত সরকার। কিন্তু যে নির্বাচনে ১৮৫টি আসনে কোনো ভোট গ্রহণ হয়নি, সে নির্বাচন কিভাবে জনগণের নির্বাচন হয়। জনগণ ঈদের পরই তা বুঝিয়ে দেবে।
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি কাজী ছাইয়েদুল আলম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসান উদ্দিন সরকার, কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আ ন ম খলিলুর রহমান ইব্রাহীম, উপজেলা জামায়াতের আমীর মোঃ সফি উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ আহমেদ, মোশারফ হোসেন রবিন, মোঃ হারুন-আর-রশিদ প্রমুখ।