কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও এলাকার সর্বস্তরের জনগনের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান মোঃ নাছিম কবির ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার ৮শত টাকার বাজেট ঘোষণা করেন। গ্রামীন রাস্তাঘাট উন্নয়নের দিকে লক্ষ্য রেখে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে সম্ভব্য আয় ও ব্যয় ধরা হয়েছে সমপরিমান টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান।