কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘোষণা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ আ,ক,ম মোজাম্মেল হক এমপি সহ এলাকার সর্বস্তরের জনগনের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ আলীম ৯৩ লাখ ৪১ হাজার ১শত ৯৬ টাকার বাজেট ঘোষণা করেন। গ্রামীন রাস্তাঘাট উন্নয়ন ও শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে সম্ভাব্য আয় ও ব্যয় ধরা হয়েছে সমপরিমান টাকা। ইউপি চেয়ারম্যান এম এ আলীমের সভাপতিত্বে উম্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাছিম কবির, আওয়ামী যুবলীগ কালিয়াকৈর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক কে এম ইব্রাহীম খলিল প্রমুখ।