জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়নে মাছ ও ফলে ফরমালিনের ব্যবহার রোধে সচেতনতামূলক এ মত বিনিময় সভা ও জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
এ সময় ফরমালিনের ক্ষতিকারক বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পী, উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. জসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংবাদিক রফিক সরকার ও ইব্রাহিম খন্দকার।
এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী ও উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে উল্লেখিত বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।