কালীগঞ্জ উপজেলা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কালীগঞ্জ সোনালী ব্যাংকের নীচে আজাদ মার্কেটে মো. হেমায়েত হোসেন হিমুর সঞ্চালনায় ও যুব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ নায়েবুর রহমান (ভি.পি মাসুদ)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ব্যারিষ্টার খান মো. শামীম আজিজ। বিশেষ অতিথি, কাষ্টম হাউজের সহকারী কমিশনার এম.আর খান আদনান, কালীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ লুৎফর রহমান, কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজাদ ফারুক উদ্দিন আহম্মেদ ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার সহকারী সম্পাদক মো. মশিউর রহমান খোকন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. আজাদ নুর উদ্দিন বাবুল, খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক জি. এস ও গণসঙ্গীত শিল্পী মো. সাইফুল ইসলাম সাঁই সহ সাংবাদিক, রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী ও সূধীজন।
অন্যদিকে শুক্রবার বিকালে গাজীপুরের কালীগঞ্জ পৌর একতা যুব সংঘের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংঘের নিজ কার্যালয়ে মো. সালেহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি, কালীগঞ্জ পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, আফতাব উদ্দিন ও শামীমা মুক্তা খুশি খানম। এ সময় সাংবাদিক, রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও ব্যবসায়ীসহ একতা যুব সংঘের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।