কালীগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা এবং ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে তিনটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয় সূত্র জানায়, জেলার কালিগঞ্জ উপজেলার দিঘুয়া গ্রামের সৌদি আরব প্রবাসি ফরহাদ হোসেনের বাবা ফিরোজ মিয়ার কাছে পাশের গ্রামের প্রভাবশালী আলঅামিন ও তার সহযোগিরা ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় আল আমিনের সহযোগি ১৮-২০ জন স্বসস্ত্র যুবক বুধবার সন্ধ্যায় তাদের বাড়ি হামলা করে ককটেল ফাটিয়ে আতংকের সৃষ্টি করে।
দরজা জানালা ভাঙচুর ও কুপিয়ে ত্রাসের তান্ডব চালিয়ে এ সময় বাবা ও দুই ছেলের ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে ১৬ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও কাপড়চোপড়সহ মূল্যবান জিনিসপত্র লুট করে বস্তায় ভরে নিয়ে যায়।
চাঁদা না পেয়ে এর আগের দিন বুধবার ফিরোজ মিয়ার মেয়ে কলেজ ছাত্র জনি আক্তারকে অপহরণের চেষ্টা করে ধারালো অস্ত্রের মুখে কিছু দুর নিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহায়তায় সে রক্ষা পায়।
এদিকে, অভিযুক্ত আল আমিনের স্বজনরা জানায়, ওই ঘটনায় আল আমিন জড়িত নয়। ওল্টো আল আমিনকে ওই বাড়ির লোকজন মারধোর করায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।