সঠিক ও নিরাপদ উপায়ে বিদেশে যেতে হলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে রিক্রুটিং এজেন্সির সঠিকতা, ভিসা, চুক্তিপত্র ও তথ্য যাচাই সহ বিভিন্ন বিষয়ে মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক, কাপাসিয়া সাংবাদিক মাইগ্রেশান ফোরামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কাপাসিয়া সাংবাদিক মাইগ্রেশন ফোরামের সভাপতি ও ভোরের কাগজ কাপাসিয়া প্রতিনিধি নূরুল আমীন সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মাইগ্রেশান প্রোগ্রাম, ব্র্যাকের এ বি এম ফাহাদ আল করিম, কাপাসিয়া মাইগ্রেশান প্রোগ্রামের মাহমুদুল হাসান সোহেল, দৈনিক ভোরের পাতার সাংবাদিক মনজুরুল হক, দৈনিক মুক্ত বলাকার শাকিল হাসান, অনলাইন একটিভিস্ট জাহাঙ্গীর হোসেন, প্রভাষক রেদুয়ান, শেখ ইলিয়াস প্রমূখ।
সভায় মাইগ্রেশান ফোরাম ব্র্যাকের কাপাসিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের ১২টি মাইগ্রেশান ফোরামের সাথে সমন্বয়, সহযোগিতা ও স্থানীয় একটি এনজিও সাথে ব্র্যাক নিরাপদ অভিভাসন বিষয়ে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে।