ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কে চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে যান চলাচল বন্ধ রাখে বাস শ্রমিক ও মালিকরা।
মঙ্গলবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাপাসিয়া বাসস্ট্যান্ডে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
এ সময় ঢাকা কাপাসিয়া, কিশোরগঞ্জ, চালাকচর, মনোহরদী, রানীগঞ্জ, টোক রুটের সব ধরণের যানবাহন আটকা পড়ে।
এতে হাজার হাজার যাত্রী সীমাহীন দুর্ভোগে পড়েন। এ সময় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোন পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ইফতারের আগ মূহুর্তে পরিবহন বন্ধে রোজাদার, নারী শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করা হয়।