গাজীপুর-৪, কাপাসিয়ার সংসদ সদস্য এবং সংস্কৃতি ও তথ্য মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
উপজেলা শহরের সরকারী ডাকবাংলোতে অনুষ্ঠিত মতবিনিময় ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, জাকির হোসেন কামাল, নুরুল আমীন সিকদার, বেলায়েত হোসেন শামীম, সমীর বনিক, মজিবুর রহমান, আব্দুল কাইয়ূম, এস এম জিন্নাহ্, আকরাম হোসেন রিপন, ফরিদ, তপন বিশ্বাস, মন্জুরুল হক, আকরাম হোসেন, সাইফুল্লাহ লবিব, শাকিল আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় এমপি রিমি কাপাসিয়ার উন্নয়ন ও অগ্রগতি এবং সম্ভাবনাময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। দেশ, জাতী ও সমাজের কল্যানে সবাইকে যার যার অবস্থানে ভূমিকা রাখার জন্য বিশেষ ভাবে সাংবাদিকদের অনুরোধ জানান।
তিনি বলেন, রাজনীতিবিদরা হলো জনগনের প্রতিনিধি আর সাংবাদিকরা হলো জনমতের প্রতিনিধি। সাংবাদিকরা যা ভাববে তার মাঝে সাধারণ মানুষের কল্যানের বিষয় থাকবে। সংবাদ পত্রের মাধ্যমে তারা সমাজের সঠিক চিত্র তোলে ধরার কাজ টুকুই করে থাকেন। মানুষের আস্থা-বিশ্বাসের শেষ ভরসা যেন সাংবাদিকরা হন, সে জন্য সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান।
এলাকার কৃতি সন্তান ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের স্মৃতিচারণ করে এমপি রিমি বলেন, যে নেতা জীবনের ঝুঁকি নিয়ে সেদিন মুক্তিযুদ্ধ পরিচালনা করে দেশ স্বাধীন করেছিলেন তার আর্দশে উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণ করতে হবে। ‘কারো উপকার করতে না পারলেও ক্ষতি করার অধিকার আমরা রাখি না’ তাজউদ্দীন আহমদের এ উক্তিটি যেন সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়। শুধুমাত্র রাজনীতির কারনে যেন আমরা একে অপরের বিরোধিতা না করি। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এলাকার উন্নয়ন করতে হবে।