দীর্ঘ সাত বছর পর পুণর্মিলন হতে যাচ্ছে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের। পবিত্র ওমরা হজ পালন করতে শনিবার রাতে সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিকে, খালেদা জিয়া সৌদি আরব পৌঁছার দিন অথবা পরদিন বড় ছেলে তারেক রহমান তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডন থেকে সৌদি আরব যাবেন।
অপরদিকে মালয়েশিয়ায় বসবাসরত খালদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো তার স্ত্রী শর্মিলা রহমান ও দুই কন্যাকে নিয়ে সৌদি আরব গিয়ে মা-ভাইয়ের সঙ্গে মিলিত হবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, সৌদি আরবে ইবাদত বন্দেগির মাধ্যমে খালেদা জিয়া রমজানের দিনগুলো কাটাবেন। পবিত্র কাবা শরিফে ওমরা করার পাশাপাশি ইতেকাফ করবেন খালেদা জিয়া। আগামী ২৬ রমজান রাতে তার ঢাকা ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৭ মার্চ গ্রেফতার হন তারেক রহমান। একই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরদিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান কোকো। সেই বছরেরই ১১ সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন যান। সেই থেকে তারেক লন্ডনে স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে বসবাস করছেন।
অন্যদিকে, একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় চলে আসেন কোকো। সেই থেকে সেখানেই তার অবস্থান। তবে ২০১২ সালে চিকিৎসার জন্য খালেদা জিয়া সিঙ্গাপুরে গেলে সেখানে কোকোর সঙ্গে তার দেখা হয়। পরে একই বছরে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে তারেক রহমানেরও সাক্ষাত হয়। তবে ১/১১’র পর একত্রে পুরো পরিবারের আর দেখা হয়নি।