বলিউডের দাবাং সালমান খানের ‘কিক’ রিলিজের চার দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে নাম লিখে ফেলেছে। রিলিজের প্রথম দিন এ ছবি ২৬.৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। শনিবার এ ছবি ব্যবসা করে ২৭.১৫ কোটি টাকা। রবিবার ব্যবসার অঙ্ক ছিল ৩০.১৮ কোটি আর সোমবার ১৪.৪১ কোটি টাকার ব্যবসা করে ‘কিক’।
ফিল্ম সমীক্ষক তরণ আদর্শ ট্যুইট করে ‘কিক’য়ের কালেকশনের কথা জানিয়েছেন। ঈদের জন্য এ ছবি আর পাকিস্তানেও মুক্তি পেতে চলেছে। পাকিস্তানে সালমানের ভক্তের সংখ্যা অনেক। ফলে লাভের অঙ্ক যে আরও বাড়বে সেটা স্বাভাবিক।
চার দিনে ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে এটি ২০১৪ সালের পঞ্চম সবচেয়ে বড় ফিল্ম হয়েছে। ঋত্বিক রোশনের ‘কৃষ ৩’ ও শাহরুখের ‘চেন্নাই এঙপ্রেস’ এর সঙ্গে এরই মধ্যে টেক্কা দিয়েছে সালমানের এ ছবি। যদিও সল্লু মিঞাঁ এখনও আমির খানের ‘ধুম ৩’কে টেক্কা দিতে পারেননি।