গাজীপুর মহানগরের ১১ নং ওয়ার্ডের বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার ইতিকে (১২) অপহরণের প্রায় তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ইতিকে অপহরণ করা হয়। অনেক খোঁজাখুঁজির পর ইতির স্বজনরা জানতে পারে বাঘিয়া এলাকার নূরু মিয়ার ছেলে মো. আরিফ হোসেন (২৮) তাকে অপহরণ করেছে। পরে ইতির চাচা ১৬ এপ্রিল আরিফের নামে জয়দেবপুর থানায় একটি অপহরণের মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রোববার সকালে দিকে আরিফের বাড়ি থেকে ওই মেয়েকে উদ্ধার করে গাজীপুর কোর্টে পাঠায়। পরে অপহৃত ওই ছাত্রী জবানবন্দিতে বলেন, তাকে আটকে রেখে মানুষিকভাবে নির্যাতন করে আরিফ। এক পর্যায়ে জোর করে বিয়েও করেছে।
ইতি গাজীপুর মহানগরের ১০ নং ওয়ার্ডের আমবাগ এলাকার মো. বিল্লাল হোসেনের মেয়ে।
এ ব্যাপারে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ফারজানা আক্তার ইতিকে আরিফের বাড়ি থেকে রোবাবার সকালের দিকে উদ্ধার করা হয়। এর আগেই আরিফ কোর্ট থেকে জামিন নেন।”
তিনি আরো বলেন, “ওই কিশোরী বয়স মাত্র ১২ বছর। তাকে জোর করে বিয়ে করাটা অপরাধ। কোর্টে জবানবন্দি শেষে ইতিকে তার স্বজনদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।”
COMMENTS