পোড়াবাড়ি এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নগরের পোড়াবাড়ি এলাকার পূর্ব পাড়া বনবিভাগের কাঠের বাগানের ঝোপে আজ সকালে অজ্ঞাত এক যুবেকর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক (৩৬) বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে। লুঙ্গি পরিহিত যুবকের লাশটির সুরত হাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্ত করাতে হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সোমবার রাতের কোন এক সময়ে হত্যা তাকে করা হয়েছে।
COMMENTS