বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফেরাঊন, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে বটতলার উকিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাস্তিক বলার অভিযোগে নর্দান ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসের এক শিক্ষক ও ক্যাম্পাস ইনচার্জের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে মানহানির মামলাটি করেন। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আজ দুপুরে শুনানি হওয়ার কথা।
মামলার আসামিরা হলেন- নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক রাজিব হাসনাত শাকিল ও ক্যাম্পাস ইনচার্জ ড. আনোয়ারুল করিম।
মামলার এজহার থেকে জানা যায়, নর্দান ইউনির্ভাসিটির খুলনা ক্যাম্পাসে ক্লাস চলাকালে আইন বিভাগের ওই শিক্ষক প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে উপরিউক্ত কটূক্তি করেন। ৩০ জুন দৈনিক জনকণ্ঠে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি বাদীর নজরে আসলে বুধবার তিনি এ মামলাটি দায়ের করেন।